মাটি আবাসন বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে।
আমাদের কম্পোজেন্ট
সদস্যপদের যোগ্যতা :
সমিতির শ্রেণি ও প্রকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে সমস্ত পুরুষ ও মহিলা সমিতির সদস্য নির্বাচনী এলাকায় বসবাস করেন এবং ১৮ বৎসর বা তদুর্দ্ধ বয়স্ক তারাই সমবায় সমিতি আইন ও বিধিমালা শর্ত মোতাবেক এই সমিতির সদস্য হতে পারবেন।
যারা সদস্য হবেন তাদের প্রত্যেকেই :
ক. ১০০০/- (এক হাজার) টাকা ভর্তি ফি দিতে হবে (অফেরতযোগ্য)।
খ. ১০০০/- (এক হাজার) টাকার অন্তত ০১ (এক) টি শেয়ার ক্রয়সহ শেয়ার মূল্যের সমপরিমাণ টাকা সঞ্চয় আমানত হিসেবে জমা দিতে হবে।
গ. সদস্যদের তালিকা বইতে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্বাক্ষর দিতে হবে।
ঘ. সমিতির উপ-আইনসমূহ মেনে চলার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
ঙ. নতুন সদস্য ভর্তির ক্ষেত্রে সমিতির ব্যবস্থাপনা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
চ. সমিতির সদস্য এবং আমানত সংগ্রহের জন্য কোনো লিফলেট ব্রুশিয়ার বা অন্য কোনো প্রচার মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেয়া যাবে না।: