About IMG

মাটি আবাসন প্রকল্পে স্বাগত

জনবহুল ঢাকা শহরের চারপাশ ক্রমবর্ধনশীল। মৌলিক অধিকার তৃতীয় স্তর বাসস্থান সংকটে নিপতিত আজ। প্রকট আবাসন সংকট নিরসনকল্পে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং সর্বোপরি সদস্যবর্গের সুখ, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাবিধান এককভাবে সম্ভব নয় বিধায় একটি প্রকল্প গ্রহণের আবশ্যকতা অনুভূত হওয়ায় মাটি আবাসন প্রকল্প  নামে একটি প্রকল্প প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপিত হয়।

২০১৮ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটিকে সুগঠিত ও শক্ত ভিত্তির ওপর দাড় করানোর লক্ষে এবং সমবায় মন্ত্রনালয়ের নিবন্ধনকৃত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপত্র প্রাপ্তির জন্য নাম পরিবর্তিত হয়ে মাটি কর্মজীবী সমবায় সমিতি লি. পরিচিতি পায়।

 

মাটি আবাসন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য

  1. ক. সদস্যবৃন্দের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে জনবহুল ঢাকা শহর বা ঢাকা শহরের কাছাকাছি অঞ্চলে আবাসিক সংকট নিরসনের জন্য আবাসিক প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও তার ব্যবস্থাপন সংরক্ষণ করা। এই উদ্দেশ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় রেখে রাজধানী ঢাকা এবং ঢাকার চারপাশে যে কোনো মৌজায় নিষ্কণ্টক জমি ক্রয় করে বহুতল আবাসিক ইমারত নির্মাণ, সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য।
  2. খ. মাটি আবাসন প্রকল্পের সকল সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর ও পরিকল্পিত জীবন-যাপনে উদ্বুদ্ধ করা।
  3. গ. মাটি আবাসন প্রকল্পের সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ সাধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  4. ঘ. মাটি আবাসন প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য প্রকল্পের তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ করা।
  5. ঙ. মাটি আবাসন প্রকল্পের নিজস্ব অ্যাপার্টমেন্টের বাসিন্দাগণ ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন প্রকার সামাজিক, ধর্মীয়, শিক্ষামূলক ও বিনোদনমূলক বিষয়ে উৎসাহ প্রদান বা সুযোগ সৃষ্টি করা।

প্রকল্পের আদর্শ ও মূলনীতি

ক. প্রকল্প পরিচালনায় সকল সদস্য হবেন সমান মর্যদাসম্পন্ন। জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, শিক্ষা বা পদমর্যাদার কারণে সদস্যদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করা প্রকল্পের অন্যতম আদর্শ।প্রকল্পের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনসহ সকল নির্বাচনে, সকল প্রকার সভায় প্রত্যেক সদস্য কেবল একটি করে ভোটদানের অধিকারী । উল্লেখ্য, ১টি শেয়ার এক (০১)  জন সদস্য হিসেবে গণ্য হবেন।

খ. গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে প্রকল্পের যাবতীয় কর্যক্রম পরিচালিত হবে।

Executive Committee (EC) Members

Launching Of মাটি আবাসন

Launching of মাটি আবাসন

০১ জানুয়ারি, ২০১৭ সমিতি প্রতিষ্ঠা লাভ করে। ২১ জুন, ২০১৮ সমিতি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে।

সদস্যপদ মানদণ্ড

সমিতির শ্রেণি ও প্রকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে সমস্ত পুরুষ ও মহিলা সমিতির সদস্য নির্বাচনী এলাকায় বসবাস করেন এবং ১৮ বৎসর বা তদুর্দ্ধ বয়স্ক তারাই সমবায় সমিতি আইন ও বিধিমালা শর্ত মোতাবেক এই সমিতির সদস্য হতে পারবেন।

সদস্যতা 2 বিভাগ:

আমাদের প্রাথমিক ফোকাস

নেটওয়ার্কিং :

ব্যবসায়িক সংস্থাগুলি এন্টারপ্রাইজ বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান। বিএফডাব্লুই মহিলা সমিতি, উদ্যোগ, ক্ষুদ্র-মাঝারি-বড় শিল্প মালিকদের সংযুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করছে। মাটি আবাসন মহিলা সমিতি, উদ্যোগ, ছোট-মাঝারি-বড় শিল্পপতি নারী মালিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় / ভাগ করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। আমরা বিএফডব্লিউইতে নতুন নারী উদ্যোক্তাদের পূর্বনির্ধারিত সফল সফল নারী মালিকদের কাছ থেকে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার / বিনিময় করে প্রকল্প নির্বাচন বাছাই, পরিকল্পনা, বাস্তবায়নে বিএফডব্লিউই নেটওয়ার্কগুলির মাধ্যমে সহায়তা করি। এছাড়াও আমরা মহিলা উদ্যোক্তা, সমিতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে তথ্যের মাধ্যমে প্রযুক্তি এবং দক্ষতার বিনিময়কে উত্সাহিত করি।

Gallery